অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ছোট রুপাকে মনে পড়ে? এই চরিত্রে অভিনয় করছিল শিশুশিল্পী সৃষ্টি মজুমদার। মাত্র ৫ বছর বয়সে নিজের অভিনয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিল। সোনা আর রুপা ধারাবাহিকে এন্ট্রি নেওয়ার পর থেকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দ্বিগুণ জনপ্রিয়তা পায়।
সোনা-রুপার জন্যই দেড় বছরের বেশি সময় ধরে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক বেঙ্গল টপার ছিল। ছোট বয়সে তুখোড় অভিনয়ে দর্শকের মন জিতে নিয়েছিল রুপা। এই ধারাবাহিকের পর ওয়েব সিরিজেও কাজ করে সৃষ্টি।
তবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে তার পার্ট শেষ হওয়ার পর আর অভিনয়ে জগতে দেখা যায়নি আর মেয়েটিকে। তবে এবার অভিনয়ের পর মাত্র ৬ বছর বয়সে নিজের নতুন ব্যবসা খুলে নিল সৃষ্টি।’
সম্প্রতি টলি টাইমের ইউটিউব চ্যানেলে রুপা থুড়ি সৃষ্টি একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ছোট রূপার নতুন রেস্টুরেন্টে খুলেছেন। নাম “সৃষ্টি’র ফ্যামিলি রেস্টুরেন্ট।’ রেস্তোরাঁয় ভিতরে খুব সুন্দর ভাবে ডিজাইন করা। ছোট বয়সে সৃষ্টির এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।