সদ্য শেষ হয়েছে জি বাংলার ‘অমর সঙ্গী’ ধারাবাহিক। শেষদিনে বেশ আবেগপ্রবণ হয়ে পরেছিলেন নায়িকা শ্যামৌপ্তি মুদলি। যিনি এর আগে গুড্ডি ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন দর্শকের।
ধারাবাহিক শেষ হতেই এবার নতুন পেশায় পা রাখলেন অভিনেত্রী। নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন একজন ব্যবসায়ী হিসাবে। অভিনয়ের পাশাপাশি এবার নিজের ব্যবসা খুললেন অভিনেত্রী।
নিউ টাউনে একটি নতুন স্টার্ট আপ শুরু করতে চলেছেন শ্যামৌপ্তি। যার নাম ‘মাইসন রোজ্ লাইফস্টাইল’। এখানে এক ছাদের তলায় মানুষ পাবেন তাদের পছন্দের পোশাক, গয়না এমনকি এখানে রয়েছে ক্যাফে, বিউটি স্যাঁলোও।
শোনা যাচ্ছে, ২০২২ সাল থেকে শ্যামৌপ্তি ব্যবসার প্ল্যান করছে। তিনি আর তার বন্ধু মিলে পার্টনার শিপে এই ব্যবসা খুলেছেন।