অভিনয়ের পর এবার নতুন পেশায় পা রাখলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র

অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র

প্রায় ২৪ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছেন অভিনেত্রী রুপাঞ্জনা মিত্র। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিট ছবি এবং জনপ্রিয় ধারাবাহিক। তাঁর অভিনয় দক্ষতা সম্পর্কে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। এককথায় তিনি ইন্ডাস্ট্রির একজন নামজাদা অভিনেত্রী।

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে লাবণ্য সেন চরিত্রে অভিনয় করে আলাদা খ্যাতি পেয়েছেন রুপাঞ্জনা। টানা ২ বছর এই চরিত্রে আলাদাই সুনাম পেয়েছেন। বেশিরভাগ সিনেমা-ধারাবাহিকে তাঁকে খলচরিত্রে অভিনয় করতেই দেখেন মানুষ। তবে এবার অভিনয়ের পর অন্য যাত্রায় পা রাখতে চলেছেন তিনি।

এবার পর্দায় শুধু অভিনয় করবেন তা নয় বরং নতুনদের অভিনয় শেখাবেন তিনি। আর সেই উদ্যোগ নিয়েই খুলে ফেললেন অ্যাক্টিং ওয়ার্কশপ। আর এর হাত ধরেই নতুনদের অভিনয় শেখাবেন রুপাঞ্জনা। অভিনেত্রীর এই উদ্যোগে সকলেই শুভ কামনা জানিয়েছেন।