অভিনয়ের পর নতুন পেশায় পা রাখলেন ‘বরণ’ খ্যাত অভিনেত্রী প্রিয়া মন্ডল

অভিনেত্রী প্রিয়া মন্ডল

ছোটপর্দায় অতি পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়া মন্ডল। কালার্স বাংলায় ‘তুমি যে আমার মা’ সিরিয়ালে অভিনয় করছেন এই অভিনেত্রী। এর আগে তাকে আপনারা দেখেছেন ‘বরণ’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন প্রিয়া।

এর আগেও একাধিক ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী। বহু বছর ধরেই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। ‘বরণ’ ধারাবাহিকের নায়ক রুদ্রিক ওরফে সুস্মিতের সঙ্গে প্রেমের সম্পর্কের কানাঘুষো শোনা যায়। এমনকি জানা যাচ্ছে, তারা বিয়ের জন্য প্রস্তুত নিচ্ছেন।

এবার আরও একটি সুখবর দিলেন প্রিয়া। অভিনয়ের পর এবার আরেক পেশায় পা রাখলেন। একটি নিজের স্টুডিও এবং পার্লার খুলেছেন অভিনেত্রী। নাম রেখেছেন ‘প্রিয়াজ মেকআপ স্টুডিও অ্যান্ড সেলুন’।  এই প্রথম নয় অভিনেত্রী মধুবনী গোস্বামীরও একটি নিজের পার্লার রয়েছে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here