সুখবর! বিয়ের এক বছরের মাথায় সুখবর জানালেন সৌরভ-দর্শনা

সৌরভ-দর্শনা

গত ডিসেম্বরেই বিয়ের একবছর পূর্তি। প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেসনও করেছেন সৌরভ- দর্শনা জুটি। আর বিয়ের একবছরের মাথাতেই সুখবর দিলেন টলিপাড়ার এই জুটি। এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের জীবনের বিশেষ মুহূর্তগুলো সকলের সাথে ভাগ করে নিয়েছে তারা।

তাই এবারেও অন্যথা হল না। দম্পতির ঘরে এসেছে একটি SUV, হ্যাঁ, নতুন গাড়ির মালিক হলেন সৌরভ-দর্শনা। এদিন সপরিবারে মাহিন্দ্রা থর (Thar ROXX) গাড়িটি কিনতে পৌঁছেছিলেন সৌরভ। যা কিনতে কমপক্ষে খরচ ১৪ লক্ষ ৩০ হাজার টাকা।

সৌরভ দর্শনা

ছেলের সাফল্যে আনন্দে চোখে জল আসে সৌরভের মায়ের। এমনকি নতুন গাড়িতে প্রথম মাকেই বসিয়েছেন সৌরভ। গাড়িতে বউ আর মায়ের একটি মিষ্টি ছবি ফ্রেমবন্দিও করেন অভিনেতা। আপাতত নতুন অতিথিকে পেয়ে বেজায় খুশি সৌরভ ও তার পরিবার।

সৌরভ দর্শনা