অপেক্ষার অবসান! বহুদিন পর পর্দায় ফিরছেন সকলের প্রিয় মিঠাইরানী ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। মাঝে বেশকিছু দিন অসুস্থতার কারণে পর্দা থেকে বিরতি নিয়েছিলেন সৌমি। একথা নিজে মুখেই জানান অভিনেত্রী। তবে পুজর মুখেই ফের সুখবর জানালেন অভিনেত্রী।
অভিনেত্রীর শেষ কাজ ওটিটি-তে। এর আগে যদিও সুপারস্টার দেবের নায়িকাও হয়েছেন তিনি। তবে এবারও নায়িকার ফেরা সেই ওটিটি-র হাত ধরেই। সৌজন্যে ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ় ‘কালরাত্রি ২’।
এই সিরিজের প্রথম পর্বেও দুর্দান্ত অভিনয় করে দর্শকের মন ছুঁয়েছেন সৌমিতৃষা। এবার সিরিজের দ্বিতীয় পর্বে অভিনেত্রী নতুন কি চমক আনবেন সেটাই দেখার অপেক্ষায় দর্শকমহল।