অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়ের কথা মনে আছে? একসময় টিভির পর্দায় এই মিষ্টি গোলগাল মেয়েটি দর্শকের মন কেড়েছিল। বাড়ির বৌ অলক্ষ্মীর চরিত্রে প্রশংসিত হয়েছিল এই মেয়েটি। ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ সিরিয়ালে পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় এবং মনু মুখার্জীর মতো প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে স্ক্রিন ভাগ করেছিলেন। এছাড়াও ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি’ মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
বহুদিন বাদে আবারও দর্শক পর্দায় দেখতে পাবে বিজয়লক্ষ্মীকে। না কোনও ধারাবাহিকে নয় বরং জি-বাংলার রান্নাঘরে বিশেষ অতিথি হিসাবে হাজির হবে। সেকথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী।
‘তারকা স্পেশাল’ পর্বে জি-বাংলার রান্নাঘরের তরফ থেকে ডাক পেয়েছেন বিজয়লক্ষ্মী। রান্নাঘরে এসে নিজের পছন্দের পদ রান্না করবেন অভিনেত্রী। আজকেই টিভির পর্দায় সম্প্রচারিত হবে সেই পর্বে। আবারও দর্শক তাকে ফিরে পাবে পর্দায়।
View this post on Instagram