বহুদিন পর ফের এক ফ্রেমে গাঁটছড়া ধারাবাহিকের বনি-কুণাল ওরফে অনুষ্কা-রিয়াজ

অনুষ্কা-রিয়াজ

গাঁটছড়া ধারাবাহিকে কুণাল সিংহ রায়ের চরিত্রে দেখা গিয়েছিল রিয়াজ লস্করকে এবং পুলিশ অফিসার বনির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী। বনি-কুণালের জুটিকে তাদের ভক্তরা ভালোবেসে ‘কুন্নি’ বলে ডাকতেন।

গাঁটছড়া ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর বনি আর কুণালের জুটি দর্শক ভীষণভাবে মিস করতেন। অভিনেতা রিয়াজ লস্কর বর্তমানে অভিনয় করছেন পরিণীতা ধারাবাহিকে। আর অনুষ্কাকে শেষবারের মতো দেখা গেছে রোশনাই ধারাবাহিকে। ধারাবাহিকের মাঝপথে ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি।

তবে বহুদিন পর আবার এক ফ্রেমে ধরা দিলেন বনি আর কুণাল। তাদের দেখে গাঁটছড়ার স্মৃতি ভাসলেন ভক্তরা। সম্প্রতি রিয়াজ আর অনুষ্কা তাদের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে অনুষ্কা আর রিয়াজ তাদের একসাথে কিছু মিষ্টি ছবি শেয়ার করে লেখেন, ‘Kunni 2.0’। এই ছবি দেখার পর অনেকেই মনে করছেন তারা হয়তো কোনও নতুন প্রোজেক্টে কাজ করতে চলেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Riaz laskar (@riaz_laskar)