টেলিভিশন পর্দায় জনপ্রিয় মুখ অভিনেত্রী সৈরিতি বন্দোপাধ্যায়। নাগলীলা ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে আসা। ‘ঠিক যেন লাভ স্টোরি’র হাত ধরে দর্শকের কাছে জনপ্রিয়তা পান। এই ধারাবাহিকে অভিনয় করেই প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এছাড়াও ‘নিশির ডাক’, ‘বাক্সবদল’, ‘দেশের মাটি’ ধারাবাহিকে অভিনয় করেছেন।
তবে বহুদিন পর আবার নেতিবাচক চরিত্রে ফিরছেন সৈরিতি। দুই বছর আগে ‘নিশির ডাক’-এ নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘদিন পর আবারও সেই শেডে কামব্যাক করছেন। আসন্ন টিভি শো ‘টুম্পা অটোওয়ালি’-তে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।
‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকে প্রধান চরিত্রে রয়েছেন ডোনা ভৌমিক। আর তার বোনের চরিত্রে অভিনয় করবেন সৈরিতি বন্দোপাধ্যায়। আরও একবার নেতিবাচক চরিত্রে সুযোগ পেয়ে খুশি এই অভিনেত্রী।
View this post on Instagram


Nice to follow ur page..I do regularly…