অভিনেত্রী আর্শিয়া মুখোপাধ্যায়, ২০১৫ সালে সম্প্রচারিত ‘ভুতু’ সিরিয়ালের সেই ছোট্ট ভূত, যাকে দেখার জন্য সব কাজ ফেলে টিভির পর্দার সামনে বসে পড়তেন দর্শক। মাত্র ৬ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে ছোট পর্দায় কাজ করা শুরু করে আর্শিয়া।
হাতা গোটানো লম্বা শার্ট, মাথা ভর্তি লম্বা অগোছালো চুল এবং গালে টোল নিয়ে ২২ মিনিট পর্দায় ছেয়ে থাকা ভুতু কিন্তু আজ অনেকটাই বড়। তাকে ছোটপর্দায় শেষবারের মতো দেখা গিয়েছিল স্টার জলসার ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে। এরপর পড়াশুনোর জন্য অভিনয় জগত থেকে দূরে সরে গিয়েছিলেন।
দর্শকরা শুনলে খুশি হবেন, তাদের আদরের আর্শিয়া এবার বড়পর্দায় ফিরছেন। এই প্রথমবার বড়পর্দায় অভিষেক হতে চলেছে ছোট পর্দার ভুতুর। এখানেই শেষ নয় একটি নতু ওয়েব সিরিজেও কাজ করতে চলেছেন আর্শিয়া। বহু বছর পর আবারও পর্দায় ভুতুকে দেখার জন্য অধীর আগ্রহে তার অনুরাগীরা।
সৌকর্য ঘোষাল পরিচালিত এবং জয়া আহসান অভিনীত আসন্ন “ওসিডি” (OCD) ছবিতে গুরুত্বপুর্ন চরিত্রে অভিনয় করবেন আর্শিয়া। আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি।
এই ছবি শিশু নির্যাতনের মত এক সংবেদনশীল আবার বহু উপেক্ষিত সামাজিক সত্যকে সামনে আনতে চলেছে। মুখ্য চরিত্রে থাকবেন জয়া আহসান।


