গানের জগতে বড় সাফল্যের পর এবার নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং

গানের জগতে বড় সাফল্যের পর এবার নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন অরিজিৎ সিং। বাংলা হোক বা হিন্দি গান তার তুলনা তিনি নিজেই। এই প্রথমবার গানের মঞ্চ থেকে পরিচালকের আসনে বসতে চলেছেন অরিজিৎ সিং।

অরিজিৎ সিং পরিচালিত এই ছবিটি একটি জঙ্গল অ্যাডভেঞ্চার। ২০২৫ সালের শেষদিকে পরিচালক হিসেবে নিজের প্রথম ছবির শুটিং শুরু করবেন অরিজিৎ। ছবিটি প্রযোজনা করছে মহাবীর জৈনের প্রযোজনা সংস্থা মহাবীর জৈন ফিল্মস।

এক ব্যতিক্রমী জঙ্গল অভিযানের গল্প লিখছেন অরিজিৎ নিজেই। বেশ কিছুদিন ধরেই পরিচালনায় আসার কথা চিন্তাভাবনা করছিলেন, অবশেষে স্বপ্নপূরণ গায়কের।

পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, কোয়েল সিংয়ের সঙ্গে হাত মিলিয়ে এই ছবির গল্প লিখেছেন অরিজিৎ সিং। বর্তমানে ছবিটির কাস্টিং ও প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই এই ছবিটির শিরোনাম এবং অভিনেতাদের নাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।