৮ বছর পর ফের একফ্রেমে ধরা দিলেন ভুতু-লজেন্স ওরফে আর্শিয়া-সমৃদ্ধি

আর্শিয়া-সমৃদ্ধি

২০১৭ সালের টিভির পর্দায় শিশুশিল্পী আর্শিয়া মুখোপাধ্যায়ের হাত ধরে পর্দায় এসেছে ‘ভুতু’ সিরিয়ালটি। আট থেকে আশিদের মধ্যে ভালো সাড়া ফেলেছিল। এই মেগা বাংলায় এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে হিন্দিতে এই ধারাবাহিক এই রিমেক করা হয়।

হিন্দি ধারাবাহিকের জন্যও ডাক পড়েছিল আর্শিয়ার। তবে বাংলার ‘ভুতু’ ধারাবাহিকটি আলাদাই আলোড়ন তৈরি করেছিল। ধারাবাহিকে ভুতুর পাশাপাশি লজেন্স চরিত্রটিও ভালো জনপ্রিয়তা পেয়ছিল। ভুতু আর তার লজেন্স দাদার মিষ্টি রসায়ন দেখতে মানুষ ভীষণ পছন্দ করতেন।

ধারাবাহিকে লেজেন্স চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী সমৃদ্ধি। তবে তারা আর কেউই এখন শিশু নেই। অনেকটাই বড় হয়ে গেছে এই দুই ভাই-বোন। ৮ বছর পর আবার ফের একফ্রেমে দেখা গেল তাদের। কিছুদিন আগেই ভুতু থুড়ি আর্শিয়া একটি কোলাজ ছবি শেয়ার করেন। কোলাজের একটি ছবি ভুতু সিরিয়াল চলাকালীন, অন্যটি বর্তমানের।

ছবিতে দেখা যাচ্ছে কোনও অনুষ্ঠানে আবার আর্শিয়ার সঙ্গে দেখা হয় সমৃদ্ধির। এদিন দুজনে এক ফ্রেমে বন্দী হয়। সেই ছবি এবং পুরনোদিনের একটি ছবি কোলাজ করে আর্শিয়া লেখেন, “৮ বছর পর ভুতু আর তার লজেন্স দাদা।”