৭ বছর পর পর্দায় কামব্যাক করছেন ছোটপর্দার পাখি ওরফে অভিনেত্রী মধুমিতা সরকার। একটা সময় যশ দাশগুপ্তের সঙ্গে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন মধুমিতা। তবে এবারে কোন নায়কের সঙ্গে জুটি বেঁধে ছোটপর্দায় ফিরছেন মধুমিতা?
জানা যাচ্ছে, লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন মধুমিতা। কুসুমদোলা-র পর ফের লীনার লেখনিতে মধুমিতা। বিপরীতে থাকবেন স্টার জলসার জনপ্রিয় নায়ক। টেলিপাড়ার সূত্র বলছে, অভিনেতা নীল ভট্টাচার্য’র সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মধুমিতা।
নীলকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছে জি বাংলার ‘অমর সঙ্গী’তে। সম্প্রতি কলকাতা ছেড়ে মুম্বাই পাড়ি দিলেও ধারাবাহিকের গল্প ভীষণ পছন্দ হওয়ায় মায়ানগরীর মায়া কাটিয়ে ফের কলকাতায় ফিরেছেন নীল। অন্যদিকে ধারাবাহিক নিয়ে এখনই মুখ খুলতে নারাজ অভিনেত্রী।