৪ বছর পর অনুরাগের ছোঁয়াতে শেষ হল সূর্যের পথ চলা ! ‘আমাদের সুদীপা জুটিকে’, মন খারাপ দিব্যজ্যোতির

দিব্যজ্যোতি

বন্ধ হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। দীর্ঘ ৪ বছরের জার্নি শেষ। তবে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের দ্বিতীয় অধ্যায় শুরু হতে চলেছে নতুন গল্পের হাত ধরে। ধারাবাহিকের নতুন অধ্যায়ে স্বস্তিকা থাকছেন তবে দিব্যজ্যোতি ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন।

শুরু থেকেই বাংলার দর্শকের কাছে এই মেগা ধারাবাহিক ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। এমনকি ৪ বছর পেরিয়ে সল্ট লিড করে গেছে অনুরাগের ছোঁয়া। এই মেগা শুধু দর্শকের কাছেই নয়, ধারাবাহিকের কলাকুশলীদের কাছে ইমোশন ছিল। স্বাভাবিক ভাবেই মন খারাপ নায়ক সূর্য ওরফে অভিনেতা দিব্যজোতির।

মন খারাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। দিব্যজ্যোতি লেখেন, “যা আশা করেছিলাম
পেয়েছি তারও বেশি। ভেবেছিলাম হবে ভালো হয়েছে আরও বেশি। স্বর্ণ খোঁজে দিয়ে পাড়ি পেয়েছি রত্ন আরও দামি। হীরা মুক্তা রূপা সোনা প্রেমে আজ ঋণী আমি | প্রথমত এত সুন্দর একটি সুযোগ আমাকে দেওয়ার জন্য সবার আগে আমি SVF এবং Star Jalsa-কে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই তাদের সকলকে যারা সূর্যকে ভালোবেসেছে, আমাদের অনুরাগের ছোঁয়া-কে ভালোবেসেছে, আমাদের সুদীপা জুটিকে ভালোবেসেছে, সমর্থন করেছে, আশীর্বাদ করেছে। দর্শক ছাড়া আমাদের এই পথ সত্যিই এতটা মসৃণ ও সুন্দর হতো না। তাই আমার চোখে তারা ভগবানের অংশ এবং আমাদের টপ বস। ”

অভিনেতা আরও লেখেন, “আমি আমাদের এই বিশাল কর্মকাণ্ডের কান্ডারী ‘ক্যাপ্টেন অফ দি শিপ” ,আমাদের দাদা অনুপম হরিকে যতই ধন্যবাদ দেই , সেটা কম হবে। ধন্যবাদ জানাই আমাদের ফ্লোরের এবং টিমের প্রত্যেককে যারা সবসময় আমার পাশে থেকে আমাকে সমর্থন করেছে, সাহায্য করেছে আর ভালবেসেছে। আজ যদি কেউ বলে সূর্য চরিত্রটি তার ভালো লেগেছে, তবে সেই কৃতিত্ব আমার থেকে অনেক বেশি আমার অনুরাগের ছোঁয়া পরিবারের। কারন তাদের ছাড়া দিব্যর সূর্য হয়ে ওঠার এই পথচলা কোনদিনই সফল হতো না। আজ ৪ বছর পর অনুরাগের ছোঁয়া-তে সূর্যের পথ চলা শেষ হল।অনেকটা ঋণ, অনেকটা প্রেম, অনেক ভালো মুহূর্ত, অনেকটা অভিজ্ঞতা আর অনেকটা ভালবাসার স্মৃতি ভরা সূর্য সেনগুপ্তর এই পথচলা আপনাদের সবার মতই আমার কাছেও থেকে যাবে অমলিন হয়ে সারাজীবন।”