‘কে আপন কে পর’ ধারাবাহিকের দীর্ঘ ৪ বছর পর ফের একফ্রেমে ‘শাশুড়ি-বৌমা’ জবা-ইতু ওরফে পল্লবী-তিতলি

জবা-ইতু

বাংলা টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিকগুলি রেকর্ড ব্রেক করেছে তাদের মধ্যে একটি হল স্টার জলসার ‘কে আপন কে পর’ ধারাবাহিক। ধারাবাহিকে পল্লবী এবং বিশ্বজিৎ-এর দারুণ সাড়া ফেলেছিল। ২০১৬ সালে শুরু হওয়া এই ধারাবাহিক ২০২০ সাল পর্যন্ত চলেছিল সমান জনপ্রিয়তার সাথে।

এই ধারাবাহিকে নায়িকা জবা’র পাশাপাশি আরও একটি চরিত্রে ভালো জনপ্রিয়তা পেয়েছিল। সেটি হল ইতু। জবার ছেলের বৌ ‘ইতু’ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তিতলি আইচ। যাকে বাংলা সিরিয়ালে এখন সেভাবে দেখা যায়না।

ধারাবাহিকে শাশুড়ি-বৌমা জুটি নজর কেড়েছিল দর্শকদের। ফের দীর্ঘ বহু বছর পর আবার একফ্রেমে দেখা মিলল তাদের। কিছুদিন আগেই অভিনেত্রী পায়েল দেবে’র বিয়েতে হাজির ছিল ‘কে আপন কে পর’ ধারাবাহিকের কিছু সদস্য।

জবা-ইতু

এদিন অনস্ক্রিন শাশুড়ি মায়ের অর্থাৎ পল্লবীর সাথে ছবি শেয়ার করে ইতু ওরফে তিতলি লেখেন, ‘যখন ৪ বছর পর ইতু তার জবা মায়ের সাথে দেখা করে। ২০১৮ সাল থেকে পল্লবী শর্মা আমার প্রিয় অভিনেত্রী। জবা আর ইতুকে কি মনে আছে তোমাদের?” অভিনেত্রী এই পোস্ট দেখে অনেকেই আবেগে ভেসে যান।