বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী স্বাগতা বসু। জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’তে মোদক বাড়ির সকলের প্রিয় ঠাম্মি চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন স্বাগতা। মাঝে বেশকিছুদিন ধারাবাহিকে দেখা যায়নি অভিনেত্রীকে।
ব্যাক্তিগত জীবনেও হ্যাপি কাপল স্বাগতা ও তার স্বামী জয়। ১৯৯৪ সালে একসাথে সংসার শুরু করেছিলেন তারা। এরপর ৩০ বছরের সুখী দাম্পত্যে জীবনে একসাথে পথচলা তাদের। বিয়ের এত বছর পর নতুন সুখবর জানালেন অভিনেত্রী।
এবার বিয়ের ৩০ বছর পর নতুন করে সংসার শুরু করলেন স্বাগতা-জয়। বলা যেতে পারে দাম্পত্য জীবনে আরও এক স্বপ্ন পূরণ করলেন তারা।
আসলে বিষয়টা হচ্ছে, নতুন ফ্ল্যাট কিনেছেন স্বাগতা ও জয়। সুন্দর করে সাজানো ফ্ল্যাটের প্রতিটা ঘর নিজেই সকলকে ঘুরে দেখালেন অভিনেত্রী। আর সেই উপলক্ষে অভিনেত্রীর বাড়িতে নিমন্ত্রিত ছিলেন ছোটপর্দার অনেকেই।
স্বাগতা জয়ের নতুন বাড়ির নাম দিয়েছেন ‘ভালবাসার ভালো-বাসা’। অভিনেত্রীর বাড়িতে দেখা মিলল বহু পুরনো ছবি, অভিনেত্রীর মায়ের আমলের খাট আরও অনেক কিছু। পুরনো- নতুনের মেলবন্ধনে সাজানো ফ্ল্যাটে দক্ষিনের জানলা কিন্তু অভিনেত্রীর ভীষণ প্রিয়।

