বাংলা বিনোদন জগতের এক জনপ্রিয় মুখ অভিনেতা রাহুল দেব বসু। যিনি ‘বাজলো তোমার আলোর বেণু’ ধারাবাহিকে অভিনেত্রী শ্যামৌপ্তী মুদলির বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়াও প্রথমা কাদম্বিনী’, ‘ভজো গোবিন্দ’, ‘সাগর জ্যোতি’র, ‘নবাব নন্দিনী’, ‘আলোর ঠিকানা’র মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। তাছাড়াও বড়পর্দায় বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
নায়কের চরিত্রে তাকে শেষবারের মতো দেখা যায় সাগর জ্যোতি ধারাবাহিকে। যেখানে অভিনেত্রী নবনীতা মালাকারের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। বহু বছর পর আবার নায়কের চরিত্রে ফিরলেন অভিনেত্রী। তাকে দেখা যাচ্ছে ‘জি-বাংলা’র ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে। শিমুলের নতুন নায়ক হয়ে তার এন্ট্রি হয়েছে।
এত বছর পর ফের নায়কের চরিত্রে নিয়ে TV9 বাংলার সাক্ষাৎকারে রাহুল জানান, “আমি এই ধারাবাহিকে পুরোপুরি ভাল একজন মানুষ। অভিনেত্রী মানালি দে-র বিপরীতে আমাকে কাস্ট করা হয়েছে এই সিরিয়ালে। শিমুলের (মানালি অভিনীত চরিত্র) কাছের মানুষ হয়তো, আগে থেকেই চিনত শিমুলকে। আমার চরিত্রের নাম অর্ণব সেনগুপ্ত। এই সিরিয়ালটির প্রযোজক লীনা গঙ্গোপাধ্য়ায়ের ছেলে অর্ক। আর লীনাদিই চিত্রনাট্য লেখেন। তিনি খুবই যত্ন নিয়ে চরিত্র নির্মাণ করেন। আমি এখানে এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা। নারীদের স্বাধীনতা নিয়ে কাজ করে অর্ণব।”