২ বছরের জার্নি শেষ! বন্ধ হচ্ছে নিম ফুলের মধু, হতাশ দর্শকেরা

নিম ফুলের মধু

এবার পর্দা থেকে বিদায় নিচ্ছে সৃজন-পর্ণা। হ্যাঁ, টেলি পাড়ার কানাঘুষো প্রায় ২ বছরের যাত্রা শেষ হতে চলেছে খুব শীঘ্রই। বন্ধ হয়ে যাবে জি-বাংলার নিম ফুলের মধু।

২০২২ সালে নভেম্বর মাসে শুরু হওয়া এই মেগা আজীবন মনে থেকে যাবে বাঙালি দর্শকের। পর্ণা-সৃজনের দুষ্টু-মিষ্টি প্রেমের কাহিনী থেকে কৃষ্ণার শয়তানি হোক অথবা ধ্যাস্টামো জেঠু রসিকতা পর্দা থেকে মুছে গেলেও দর্শকের মন থেকে মুছবে না।

শোনা যাচ্ছে চলতি মাসেই ধারাবাহিকের শুটিং শেষ হবে। সৃজন-পর্ণার মিল দেখিয়েই শেষ হবে এই জনপ্রিয় মেগা। যদিও এই বিষয়ে ধারাবাহিকের কলাকুশলী অথবা চ্যানেলের কর্তৃপক্ষ অফিসিয়ালি কিছু জানায় নি।