২ মাসের মাথায় মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন প্রীতি-রাহুল

 প্রীতি-রাহুল

বাংলা বিনোদন জগতের দুই জনপ্রিয় মুখ অভিনেত্রী প্রীতি বিশ্বাস এবং অভিনেতা রাহুল মজুমদার। ২০২২ সালে বিয়ে করেন তারা। বিয়ের দুবছরের সুখবর দেন এই তারকা দম্পতি।

আগস্ট মাসেই তাদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়। মেয়ের নাম রাখেন ‘আয়রা’। তবে জন্মের পর থেকে এখনো মেয়েকে সামনে আনেননি তারা।

এই প্রথমবার ছবি শেয়ার করেছেন প্রীতি-রাহুল। প্রীতির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে মায়ের সাথে খেলায় ব্যস্ত একরত্তি। অন্যদিকে রাহুলের পোস্ট করা ছবিতে তাদের মেয়ের মুখ আবছা ফুটে উঠেছে।

প্রীতি মেয়ের ছবি পোস্ট করে লিখেছেন ‘আমাদের ছোট প্রিন্সেসের আজ ২ মাস। ঈশ্বর তোমার মঙ্গল করুক সোনা।”