১৫ বছর পর ফের বাবা-মায়ের সাথে দেখা ঝিলিকের, পুরনো স্মৃতিতে ভাসলেন নেটিজেনরা

অভিনেত্রী তিথি বসু

গতকাল ছিল অভিনেত্রী তিথি বসুর শুভ জন্মদিন। যাকে আপনারা ঝিলিক হিসাবেই বেশি চেনেন। অভিনেত্রী তার জন্মদিনের বিশাল পার্টির আয়োজন করেছিলেন। উপস্থিত ছিলেন তার কাছের মানুষেরা। এদিন ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’ ধারাবাহিকের গোটা টিম হাজির ছিলেন।

২০০৯ সালে শুরু হওয়া স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’ বাংলা টেলিভিশনের আইকনিক শো। যা অতি সাফল্যের সাথে পাঁচ বছর ধরে টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছিল। এই ধারাবাহিক আজও বাংলা টেলিভিশনের দর্শকের কাছে পপুলার। বিশেষ করে এই ধারাবাহিকের চরিত্র গুলো,  যেমন- ঝিলিক, হীরা আম্মা ইত্যাদি।

অভিনেত্রী তিথি বসু

এদিন অনস্ক্রিন মেয়ের জন্মদিনে হাজির ছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী মহুয়া হালদার। যারা ঝিলিকের বাবা-মা চরিত্রে অভিনয় করেছিলেন।

বহু বছর পর তাদের একফ্রেমে পাওয়া গেল। মহুয়া আর ভাস্বরের সঙ্গে ছবি শেয়ার করে তিথি লেখেন, ’25 বছর পর মা বাবার সাথে দেখা হলো’। অনস্ক্রিন বাবা-মা ও মেয়ের জুটিকে একসঙ্গে দেখে ভালোবাসায় ভরিয়ে দেন দর্শক।