বিয়ের ১৪ বছর পর এবার শোবিজ দুনিয়ায় পা জিতের বউ মোহনার

মোহনা

টলিউডের প্রথম সারির অভিনেতা বলতে প্রথমে মাথায় আসে দেব আর জিৎ এর নাম। ‘সাথী’ ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জগতে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা জিৎ। ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করতে খুব বেশিদিন তাঁর সময় লাগেনি।

টলিউডে সুপারস্টারের তকমা পেয়েছিলেন নিজের অভিনয় দিয়েই। জিৎ তো শোবিজ দুনিয়ায় নিজের নাম প্রতিষ্ঠিত করে নিয়েছে অনেক আগেই। তবে জানেন কি এবার জিতের স্ত্রী অর্থাৎ মোহনা পা রাখতে চলেছেন শোবিজ দুনিয়ায়।

তবে জিতের মতো অভিনয়ে নয়, বরং গায়িকা হিসাবে। হ্যাঁ, মোহনার এই গুন সকলের অজানা ছিল।  ‘ওম জয় জগদীশ হরে’ ভজন রেকর্ড করেছেন তিনি। যা মুক্তি পেয়েছে গ্রাসরুট জ্যোতি-র ইউটিউব চ্যানেলে। প্রথমবার গায়িকা হিসাবে পা আত্মপ্রকাশ করলেন তিনি।

প্রসঙ্গত, জিতের স্ত্রী মোহনা একটা সময় স্কুলের শিক্ষিকা ছিলেন। এরপর সন্তান জন্মে পর গুছিয়ে সংসার করছিলেন তিনি। তবে এবার শোবিজ দুনিয়ায় নতুন পথ চলা শুরু করলেন তিনি।