দুর্গা ধারাবাহিকের ১৪ বছর পর আবারও পর্দায় একসঙ্গে দিতিপ্রিয়া-সন্দীপ্তা

দিতিপ্রিয়া-সন্দীপ্তা

একসময় বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘দুর্গা’। ধারাবাহিকে মুখ্য চরিত্রে ছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং গৌরব চট্টোপাধ্যায়। একসময় তাদের জুটি ব্যাপক হিট ছিল পর্দায়। এই ধারাবাহিকে আমরা একসঙ্গে দেখেছিলাম সন্দীপ্তা আর অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। সেখানে শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া।

দিতিপ্রিয়া-সন্দীপ্তা

‘দুর্গা’ ধারাবাহিকের পর ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে এই দুজন অভিনয় করলেও রানী রাসমণি ওরফে দিতিপ্রিয়ার পার্ট শেষ হয়ে যাওয়ার পর মা সারদা চরিত্রে অভিনয় করেছিলেন সন্দীপ্তা। তবে এবার দুর্গা ধারাবাহিকের ১৪ বছর পর আবারও পর্দায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন এই দুই অভিনেত্রী।

না তবে নতুন কোনও ধারাবাহিকে নয় বরং একটি নতুন ওয়েব সিরিজে দেখা যাবে দিতিপ্রিয়া আর সন্দীপ্তাকে। খবর পাওয়া মাত্রই বেজায় খুশি তাঁর অনুরাগীরা।

1 Comment

  1. Hallow maam I looking Out Regarding Job Vacancy any Kind of contet writing work from home is there if have please kindly contact me and tell me how is the procedure thank you ❤️🙏

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here