একদিকে ধারাবাহিকের কাজ, অন্যদিকে ছেলে সামলানো, সবমিলিয়ে নাজেহাল অবস্থা অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। ছেলের বয়স সবে সাড়ে সাত মাস। এরমধ্যেই ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে রূপসাকে। সাড়ে সাত মাসের ছেলেকে বাড়িতে রেখে টানা ১৪ ঘণ্টা শুটিং সেটে, কিভাবে সামলাচ্ছেন রূপসা?
ধারাবাহিকে কাজের সূত্রে ও ছেলেকে সামলাতে এবার বড় সিদ্ধান্ত নিলেন রূপসা। সালকিয়ার আবাসন থেকে নিজের জোকার ফ্ল্যাটে থাকছেন রূপসা। স্টুডিয়ো থেকে নিজের পুরনো বাড়ি কাছে। তাই এই সিদ্ধান্ত।
নিজের সুবিধার জন্য আপাতত মায়ের কাছে রেখেই নতুন ধারাবাহিকের শুটিং শুরু করেছেন রূপসা। এই প্রসঙ্গে রুপসা জানান, “আমার ছেলে কোনও দিনই বোতলে দুধ খেতে অভ্যস্ত নয়। তাই পাম্প করে পাঠানো বৃথা। ছ’মাস হওয়ার পর এখন তো একটু একটু খাবার দেওয়া শুরু করেছি। আর মায়ের কাছে রেখেই শুটিংয়ে যাব।”
রূপসা আরও জানান, “ও সারা রাত স্তন্য পান করে। সকাল অবধি স্তন্যপান করিয়ে আমি কাজে যাই। মাঝের সময়টা অল্প অল্প শক্ত খাবার দেওয়া হচ্ছে। হ্যাঁ, গত সাত মাসে আমার ঘুম উড়ে গিয়েছে। এই ভাবেই দিন কাটছে আমার।”