১২ বছর পর ফের একসঙ্গে জুটিতে ‘সুবর্ণলতা’ ধারাবাহিকের বকুল-সুনির্মল

বকুল-সুনির্মল

২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত পর্দায় সম্প্রচারিত হয়েছিল বাংলার আইকনিক ধারাবাহিক ‘সুবর্ণলতা’। যেই ধারাবাহিক আজও বাংলা সিরিয়াল প্রেমীরা ভুলতে পারেনি। আশাপূর্ণা দেবীর উপন্যাসের দ্বিতীয় খন্ড অবলম্বনেই তৈরী হয়েছিল এই মেগা। সুবর্ণলতা  এক বঙ্গবধূর গল্প। যে স্বাধীনতাকামী, বলিষ্ঠ ব্যক্তিত্বের। তবে সংসারের অন্যায়ে প্রশ্ন তোলার সাহস ছিল মনে। তার চরিত্রের মধ্যে দিয়ে  প্রত্যেক গৃহবধূই নিজের জীবনের মিল খুঁজে পেয়েছিলেন। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়।

এই ধারাবাহিকের মুখ্য চরিত্রের পাশাপাশি পার্শ্বচরিত্রের একটি জুটি দর্শকের মন জয় করে নিয়েছিল। সেটা হল বকুল আর সুনির্মলের জুটি। এই বকুলের চরিত্রে অভিনয় করেছিল অভিনেত্রী দেবপর্ণা পাল চৌধুরী। যাকে আপনারা ‘মেয়েবেলা’ ধারাবাহিকের চাঁদনী চরিত্রে দেখেছিলেন।

অন্যদিকে সুনির্মল চরিত্রে অভিনয় করছে অভিনেতা ইন্দ্রাশীষ রায়। ১২ বছর পর আবার সেই জুটি ফিরল স্টার জলসার ‘জল থই থই’ ভালোবাসা’র হাত ধরে। সদ্য  ‘জল থই থই ভালোবাসা’য় নায়িকার চরিত্রে এন্ট্রি হয়েছে দেবপর্ণার। এই ধারাবাহিকে আসমান চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাশীষ। এবার আসমানের নায়িকার ভূমিকায় থাকবেন দেবপর্ণা।