স্টার জলসার ‘আঁচল’ ধারাবাহিকের কথা মনে পড়ে? ধারাবাহিকটি বাংলার টেলিভিশনের পাতায় মাইলস্টোন রচনা করে গিয়েছে। যা আজও বাঙালি দর্শকের মনে তাজা। ঠিক তেমনি আজও দর্শক মিস করেন টুসু-কুশানের জুটিকে। ‘টুসু’ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। অন্যদিকে কুশানের চরিত্রে অভিনয় করেছিলেন রেজওয়ান।
‘আঁচল’ ধারাবাহিকের পর শ্রীপর্ণা-রেজওয়ান ছোটপর্দায় কামব্যাক করেছেন তবে আলাদা আলাদা ধারাবাহিকে। কিন্তু তাদের আর জুটি হিসাবে দেখতে পাননি দর্শক। দর্শকের কাছে টুসু-কুশান প্রেম কাহিনী আজও নস্টালজিয়া।
‘আঁচল’ ধারাবাহিকের ১১ বছর পর আবারও সেই পুরনো স্মৃতিতে ভাসলেন শ্রীপর্ণা-রেজওয়ান। রেজওয়ানের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন অভিনেত্রী। সম্প্রতি ‘প্রজাপতি ২’ এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন শ্রীপর্ণা-রেজওয়ান দুজনেই। এতবছর পর টুসু-কুশান জুটিকে একফ্রেমে দেখে বেশ খুশি অনুরাগীরা।
View this post on Instagram

