‘মা’ সিরিয়ালের ১১ বছর পর আবারও এক ফ্রেমে হীরাআম্মা আর ঝিলিক ওরফে সোমা-তিথি

সোমা-তিথি

‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’ ধারাবাহিকের হীরা আম্মাকে মনে আছে? যার আওয়াজ শুনলে ভয় পেত বাচ্চারাও। এমনকি সেই সময় হীরাআম্মার ভয় দেখিয়ে অনেকেই তাঁদের বাচ্চাদের খাওয়াতেন।

ধারাবাহিকে হীরাআম্মার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। হীরাআম্মা আর ঝিলিকের জুটি ভীষণ জনপ্রিয় ছিল পর্দায়। ঝিলিক চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তিথি বসু।

ঝিলিক-কে ছোট বেলায় তার মায়ের থেকে চুরি করে নিয়ে পাচার করে দেয় হীরাআম্মা। বাচ্চাদের চুরি করে ভিক্ষা করানো ছিল তার কাজ। পর্দায় ঝিলিক আর হীরাআম্মা র সম্পর্ক যেমনি থাক, বাস্তবে তাদের সম্পর্ক ভীষণই ভালো।

দীর্ঘ ১১ বছর পর আবারও দেখা পর্দার সেই জুটির। একসাথে ভিডিও করে সেই মুহূর্ত পোস্ট করলেন সোমা।  ভিডিওতে দেখা যাচ্ছে তিথিকে আদরে ভরিয়ে দিচ্ছেন সোমা। অভিনেত্রী বলেন, “ঝিলিক বিটুয়াকে কি এখন বকাবকি করব! না, শুধুই আদর ওর জন্য। কত দিন পরে দেখা। তাই ভাবলাম ভিডিয়ো তৈরি করি।”