দিদি নং ১ মানেই যেমন রচনা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনি জি-বাংলার ‘দাদাগিরি’ মানেই মহারাজ সৌরভ গাঙ্গুলি। তবে জি-বাংলার দাদাগিরি’র দর্শকের জন্য রয়েছে খারাপ খবর। জি-বাংলার দাদাগিরি ছাড়ছেন মহারাজ। আর তা নিজে মুখেই জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি।
দাদাগিরি সঞ্চালনা করবেন, তবে জি-বাংলায় নয়, স্টার জলসার নতুন দাদাগিরি শোতে থাকবেন তিনি। আনন্দবাজার ডট কমের সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, জি বাংলায় আর দেখা যাবে না আমাকে। এ বার আমি স্টার জলসার। ওখানেই ‘দাদাগিরি’ এবং ‘বিগ বস্’ দুটো রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করব।
প্রায় ১০ বছর ধরে জি-বাংলার দাদাগিরি সাফল্য পেয়েছিল সৌরভের হাত ধরে। আচমকাই জি-বাংলার হাত কেন ছাড়লেন দাদা? এই প্রসঙ্গে সৌরভ জানান, ‘দাদাগিরি’র ধরন বদলাতে চলেছে। স্টার জলসার চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরো অনুষ্ঠান অন্য রকম ভাবে পরিবেশন করতে চান তাঁরা। পাশাপাশি, জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস্’-ও আনতে চান। তার সঞ্চালক হিসাবেও আমাকেই ভেবেছেন। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুবই ভাল লাগে। সেই জন্যই রাজি হয়ে গেলাম।’
অতীতের সঞ্চলনার প্রসঙ্গে এই সংবাদমাধমকে সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘দাদাগিরি’র প্রথম সিজ়ন করার পর ভেবেছিলাম, পরের সিজ়নে আর আমায় ডাকবে না। আমার দ্বারা হবে না। সেই সময় মা ভরসা দিয়েছিলেন। আমিও চেষ্টা করেছি নিজেকে যতটা ঘষেমেজে তৈরি করা যায়। দর্শক ভালবেসেছেন। ওঁরা আমার শো দেখার জন্য উদ্গ্রীব— এই বিষয়টিই আমায় পরিশ্রমী হয়ে উঠতে সাহায্য করেছে। রেটিং চার্টে যখন দেখতাম, আমার রিয়্যালিটি শো ভাল ফল করছে, কী যে আনন্দ হত!’