
জি-বাংলার একজন জনপ্রিয় মেগা ধারাবাহিক ছিল ‘রাজযোটক’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী এবং অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। বর্তমানে অনামিকা মোটা চেহারার জন্য কাজ না পেলেও সেই সময় পর্দায় ঝড় তুলেছিলেন।
‘রাজযোটক’ ধারাবাহিকে অনামিকা আর বিশ্বজিৎয়ের পাশাপাশি আরও একটি জুটি দর্শকমহলে প্রশংসা পেয়েছিল। সেটি হল বনি-মিনু’র জুটি। ধারাবাহিকে মিনু চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। যিনি জগদ্ধাত্রী ধারাবাহিকে ‘সাংভি’ হিসাবে দর্শকমহলে পরিচিত।
যাই হোক না কেন, রাজযোটকের ১০ বছর পর আবারও একফ্রেমে ধরা দিলেন বনি-মিনু ওরফে অনামিকা-প্রেরণা। অভিনেত্রী প্রেরণা নিজেই সেই ছবি শেয়ার করেন। কোনও এক শাড়ির দোকানে তাদের দেখা। এত বছর পর আচমকাই দেখা হওয়া ফ্রেম বন্দী হন অনামিকা আর প্রেরণা।
ফেসবুকে রাজযোটকের সময় তোলা একটি ছবির সঙ্গে বর্তমান ছবি কোলাজ করে প্রেরণা লেখেন, “সেই জি-বাংলার রাজযোটক সিরিয়ালের ১০ বছর পর আবার দেখা আমাদের। বনি আর মিনুকে কার কার মনে আছে?”