চলে গেলেন বিজ্ঞাপন দুনিয়ার অন্যতম পথিকৃত। ক্যাডবেরির ‘কুছ খাস হ্যায়’ থেকে শুরু করে ২০১৪ সালে নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারের স্লোগান ‘অব কি বার, মোদি সরকার’ও তাঁরই সৃষ্টি।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত একমাস ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতির পর ৭০ বছর বয়সেই চিরঘুমের দেশে চলে গেলেন বিজ্ঞাপন জগতের কিংবদন্তি পীযূষ পাণ্ডে।
১৯৮২ সালে মাত্র ২৭ বছর বয়সে বিজ্ঞাপন দুনিয়ায় পা রেখেছিলেন পীযূষ। তার একের পর এক সৃষ্টি দিয়ে বদলে ফেলেছিলেন গোটা বিজ্ঞাপন দুনিয়াটাকেই। মনে পড়ে পন্ডস-এর ‘গুগলি উগলি উষ…’। ২০১০-এ তৈরি এই বিজ্ঞাপন ছড়িয়ে গিয়েছিল ব্যাপক হারে। এছাড়াও তার ঝুলিতে রয়েছে ‘এশিয়ান পেন্টস’-এর বিজ্ঞাপন ‘হর খুশি মে রং লায়ে’,‘ফেভিকল’-এর একাধিক বিজ্ঞাপন।
প্রায় চার দশকের বেশি সময় ধরে ‘ওগিলভি ইন্ডিয়া’র সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিজ্ঞাপন দুনিয়ায় তাঁর অসামান্য কাজের জন্য ২০১৬ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। দূরদর্শনে ‘মিলে সুর মেরা তুমহারা’র মতো দেশভক্তির গানের ভিডিও-তেও পীষূষের কণ্ঠ ব্যবহৃত হয়েছিল।


