একজন ভালো অভিনেতার পাশাপাশি দুর্দান্ত গায়কও বটে ‘মিঠাই’-এর ‘উচ্ছেবাবু’ থুরি আদৃত রায়। বড়পর্দায় খুব একটা সাফল্য না পেলেও ‘মিঠাই’-এর হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান আদৃত। মিঠাই শেষে এই মুহূর্তে তকে দেখা যাচ্ছে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে।
অনেকেরই হয়ত অজানা, ‘পোস্টার বয়েজ’ (Poster boyzz) নামে একটি ব্যান্ডের লিড গায়ক আদৃত। ২৩ জানুয়ারি, দক্ষিণ ২৪ পরগনার পার্বতীপুর বসন্ত উৎসবে অনুষ্ঠান করতে গিয়েছিলেন আদৃত রায় ও তার গানের দল ‘পোস্টার বয়েজ’।
সেই অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। Maverick Adrit নামক একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে ভিডিয়োগুলি। সেখানেই দেখা যাচ্ছে, ‘মিঠাই’ ধারাবাহিকের টাইটেল ট্র্যাক থেকে ভূমি ও চন্দ্রবিন্দু সহ একাধিক জনপ্রিয় ব্যান্ডের গান গায় আদৃত। তারসাথে পোস্টার বয়েজ- এর নিজস্ব গান ‘হোশ’ (Hosh) গানটিও গান আদৃত।
তবে এই প্রথম নয়, এর আগেও অভিনয়ের পাশাপাশি, বিভিন্ন জায়গায় গানের শো করতে দেখা যায় আদৃত ও তার গানের দল পোস্টার বয়েজ কে।
View this post on Instagram