আর মাত্র ৫ দিন, তার আগেই ‘ফুলকি’র সেটে জমিয়ে আইবুড়োভাত খেলেন আদৃত রায়ের হবু স্ত্রী কৌশাম্বি চক্রবর্তী

কৌশাম্বি চক্রবর্তী

আর কারো অজানা নেই, মে মাসের ৯ তারিখা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী। মিঠাই ধারাবাহিক চলাকালীন তাদের প্রেম শুরু। যদিও সেটা মিঠাই চলাকালীন আনাদাজ করেছিলেন মিঠাই ভক্তরা। তবে তারা কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন।

অবশেষে নিজেদের বিয়ের আগেই সেই সম্পর্কে শিলমোহর দেন দুজনে। হাতে গোনা আর মাত্র ৫ দিন। তার আগে চলছে আইবুড়োভাত পর্ব। বর্তমানে ‘ফুলকি’ ধারাবাহিকে পারমিতা চরিত্রে অভিনয় করছেন কৌশাম্বি। সম্প্রতি ফুলকির সেটে জমিয়ে আইবুড়ো ভাত খেলেন ‘মিঠাই’-এর নন্দা।

সেই ছবি এবং ভিডিও নিজের ইন্সটাগ্রামে শেয়ার করে নিয়েছেন কৌশাম্বি। ভিডিওতে দেখা যায়, ফুলকি’র গোটা টিমের তরফ থেকে অভিনেত্রী জন্য আইবুড়ো ভাতের এলাহি আয়োজন করা হয়েছিল। সকলকে অভিনেত্রীকে আশীর্বাদ করে ভাত খাইয়ে দিতে দেখা গেল।