প্রিয়জনকে হারালেন আদৃত-কৌশাম্বি! কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

কৌশাম্বী চক্রবর্তী

বিয়ের এক দেড় বছরের মাথায় ফের শোকের ছায়া অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর জীবনে। গত কয়েক মাসে অনেক ঝড় বয়ে গিয়েছে অভিনেত্রীর উপর দিয়ে। বিয়ের কিছু দিন পরেই মাকে হারিয়েছিলেন কৌশাম্বী। মা-কে হারানোর কয়েক মাস পড়ে এবার ফের প্রিয়জনকে হারালেন অভিনেত্রী।

প্রয়াত হয়েছেন কৌশাম্বির দিদিমা। বৃহস্পতিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাগ করে নিয়েছেন কৌশাম্বি। লিখেছেন, ‘না, ফেরার দেশে ভালো থেকো দিদা’।

কৌশাম্বির পোস্ট থেকেই জানা যায়, বুধবার মৃত্য়ু হয়েছে অভিনেত্রীর দিদার। এদিন দিদার একটা ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। বইয়ে মুখ গুঁজে রয়েছেন বয়স্ক দিদিমা। বয়সকালে অভিনেত্রীর দিদার যে বই পড়বার নেশা ছিল তা ছবি দেখলেই বোঝা যায়।

কৌশাম্বির পোস্টে তার দিদার আত্মার শান্তি কামনা করছেন অনুরাগীরা। মিঠাইয়ের পর জি বাংলার ফুলকি ধারাবাহিকের পারোমিতা হিসাবে নজর কেড়েছিলেন কৌশাম্বি। এই মুহুর্তে অভিনেত্রীকে দেখা যাচ্ছে গৃহপ্রবেশ ধারাবাহিকে ভিলেন মোহনা চরিত্রে।