শুভলক্ষ্মীর বিয়ের দিন হাজির আদৃত, এবার কি মিল হবে শুভলক্ষ্মী আর আদৃতের?

গৃহপ্রবেশ

স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’। অভিনেতা সুস্মিত মুখার্জি এবং অভিনেত্রী উষশী রায়ের এই ধারাবাহিক ভালোই সাফল্য পেয়েছে পর্দায়।

এবার সামনে এলো ধারাবাহিকের নতুন প্রোমো। প্রোমোতে দেখা যাচ্ছে বিয়ের পিঁড়িতে শুভলক্ষ্মী। আদৃতের বিজেনেস পার্টনার আকাশকে বিয়ে করছে শুভলক্ষ্মী।

সিঁদুর দানের মুহূর্তে সেখানে এসে হাজির হয় আদৃত। আদৃতকে দেখে চমকে ওঠে সকলে। বিয়ের মণ্ডপ ছেড়ে আদৃতের সামনে ছুটে আসতে গিয়ে সিঁদুরের থালা উল্টে আদৃতের চোখে মুখে গিয়ে পড়ে। যদিও আদৃতের কিছু মনে নেই। তাহলে এবার কি মিল হতে চলেছে শুভলক্ষ্মী আর আদৃতের? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীপর্বে।