বড় চমক! মিঠাই ধারাবাহিকের পর ফের একসঙ্গে পর্দায় আদৃত-ফাহিম

আদৃত-ফাহিম

মিঠাই ধারাবাহিক শেষ হলেও প্রতিটি চরিত্র দর্শকের আজও খুব প্রিয়। শুধু তাই ধারাবাহিক শেষ হলেও কলাকুশলীদের মধ্যে এখন যোগাযোগ রয়েছে। মাঝেমধ্যেই তাদের একসঙ্গে দেখা যায়। তাদের একসঙ্গে দেখে খুশি হন মিঠাই ভক্তরাও।

তাইতো সিরিয়ালপ্রেমীদের সেই চাহিদার কথা মাথায় রেখে আবার একসঙ্গে পর্দায় বাঁধা হল আদৃত রায় আর ফাহিম মির্জাকে। মিঠাই ধারাবাহিকে ফাহিম রুদ্র চরিত্রে অভিনয় করেছিলেন। সিদ্ধার্থ মোদকের বন্ধু ছিলেন তিনি। তবে একে অপরের শত্রু হতে চলেছে তারা।

ব্যাপারটা খোলসা করে বলা যাক, মিত্তির বাড়িতে নায়ক ধ্রুব চরিত্রে অভিনয় করছেন আদৃত। এবার সেই ধারাবাহিকেই একজন নেতা চরিত্রে এন্ট্রি নেবেন ফাহিম। এখানে তার চরিত্রে ধুসর শেড।

জি-বাংলায় সেই প্রোমো প্রকাশ পেতেই আনন্দে আত্মহারা অনুরাগীরা। আদৃত আর ফাহিমকে একসাথে পেয়ে যেন তাদের ইচ্ছে পূরণ হল।