অস্ত্রোপচার করিয়েই গুরুতর অবস্থায় ফের কাজে ফিরলেন অদ্রিজা, কি হয়েছিল অভিনেত্রীর?

অদ্রিজা রায়

ছোট পর্দার বেশ পরিচিত মুখ অভিনেত্রী অদ্রিজা রায়, একসময় একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় দিয়ে দর্শকের মন ছুঁয়েছেন অভিনেত্রী। বর্তমানে যদিও টলিপাড়া ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছেন অদ্রিজা। তবে সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। এমনকি করাতে হয় অস্ত্রোপচার। কি এমন হয়েছিল অভিনেত্রীর?

আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে অদ্রিজা জানিয়েছেন, ‘পায়ে ছ’টি সেলাই পড়েছে। তা নিয়েই নাচের দৃশ্যে অভিনয় করেছি।’ অভিনেত্রীর কথায়, ‘অনেক সময়েই সেটে আমরা খালি পায়ে থাকি। আমিও ছিলাম। কী করে যেন পাথরকুচি চামড়া ভেদ করে ভিতরে ঢুকে গিয়েছিল। খালি পায়ে হাঁটলে পায়ে খচখচ করে ফুটত। ভেবেছিলাম, কড়া পড়েছে। নিজে থেকেই ঠিক হয়ে যাবে।’

এই অবস্থাতেই মহাকুম্ভে অংশ নেন অদ্রিজা। সেখানেও খালি পায়ে হাঁটায় পায়ের ব্যথা ক্রমশ বাড়তে থাকায় পা ফেলতে পারছিলেন না তিনি। এরপর ডাক্তারের পরামর্শ নিয়ে পায়ে অস্ত্রোপচার করাতে হয় তাকে। তার পা থেকে ওই পাথরকুচি বের করতে বেশ সময় লেগেছিল বলে জানায় অদ্রিজা। তাই বলে বিশ্রামের রেহাই নেই তার। পায়ে বড় ব্যান্ডেজ নিয়েই অদ্রিজা হাজির শুটিং ফ্লোরে।

বেদেনি মলুয়ার কথা ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু করেছিলেন অদ্রিজা। এরপর বাংলায় সন্ন্যাসী রাজা, দুর্গা দুর্গেশ্বরী সহ একাধিক ধারাবাহিকে কাজ করেন। এমনকি পরিণীতা সিনেমাতেও কাজ করেছেন অভিনেত্রী। অন্যদিকে হিন্দি সিরিয়ালের মধ্যে ইমলি, কুণ্ডলী ভাগ্য, অনুপমা তে কাজ করেছেন অদ্রিজা।