‘যতই বড় হইনা কেন এভাবেই আদর চাই মা’! মায়ের জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা অদিতি মুন্সীর

অদিতি মুন্সী

জনপ্রিয় সঙ্গীতশিল্পী অদিতি মুন্সীকে আশাকরি সকলেই চেনেন। কীর্তনের সুরে তিনি মন ভুলিয়েছিলেন সকলের। তিনি তৃণমূল বিধায়কের স্ত্রী। এমনকি নিজেও রাজনীতির ময়দানে রয়েছেন।

কর্মজীবনের পাশাপাশি অদিতি একজন ফ্যামিলি পার্সনও। গতকাল জনপ্রিয় গায়িকার মায়ের জন্মদিন ছিল। আর শত ব্যস্ততার মাঝেও মাকে শুভেচ্ছা জানাতে ভুললেন না গায়িকা।

মায়ের সঙ্গে একটি আদুরে ছবি শেয়ার করে গায়িকা লেখেন, ‘যতই বড় হইনা কেন এভাবেই আদর চাই মা’। ছবিতে দেখা যাচ্ছে শিশুদের মতো মায়ের কোলে উঠেছে গায়িকা। আর এই ছবি মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by Aditi Munshi (@official_aditimunshi)