মা হলেন সারেগামাপা খ্যাত অদিতি মুন্সী! পুত্র না কন্যা এলো গায়িকার কোল আলো করে?

অদিতি মুন্সী

রবিবারের সকালটা যেন গায়িকার জীবনে নতুন আলো নিয়ে এসেছে। দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের পর মাতৃত্বের স্বাদ পেলেন গায়িকা। মা হলেন জনপ্রিয় কীর্তনশিল্পী ও বিধায়ক অদিতি মুন্সী।

রবিবার সকাল দশটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন গায়িকা। জানা যাচ্ছে, বর্তমানে মা এবং সদ্যজাত দু’জনেই সুস্থ আছেন।

অদিতির মা হওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিনোদন জগত এবং রাজনৈতিক মহলে খুশির হাওয়া। ২০১৮ সালে রাজনীতিক দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অদিতি মুন্সী।

দেবরাজ চক্রবর্তী শুধু একজন জনপ্রতিনিধি নন, সংগীতপ্রেমী হিসেবেও তাঁর আলাদা পরিচিতি রয়েছে। রাজারহাট গোপালপুর এলাকার বিধায়ক হিসেবে মানুষের পাশে দাঁড়ানো তাঁর নিত্যদিনের কাজ। এবার সেই ব্যস্ত জীবনের মাঝেই তিনি পা রাখলেন পিতৃত্বের আনন্দে। পরিবারে নতুন অতিথিকে ঘিরে খুশির আবহ।

তবে ছেলে হল নাকি মেয়ে? গায়িকার কোল জুড়ে এসেছে পুত্রসন্তান। ফুটফুটে ছেলে হয়েছে অদিতির।

অদিতি মুন্সীকে বাংলা চিনেছে তাঁর মিষ্টি হাসি আর কীর্তনের সুরে ভর করে। তাঁর অনুরাগীদের কাছেও এটি বিশেষ আনন্দের মুহূর্ত। অদিতির জীবনে শুরু হল এক নতুন অধ্যায়। সেই উপলক্ষে নেটিজেনদের অনেকেই দেবরাজ ও অদিতিকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।