পার্শ্ব চরিত্র থেকে সোজা নায়িকা! পর্দায় প্রথমবার মুখ্য চরিত্রে ‘রোশনাই’ ধারাবাহিকের মিষ্টু ওরফে অদিতি ঘোষ

অদিতি ঘোষ

‘বৌমা একঘর’ ধারাবাহিকে আশাকরি রিয়াকে সকলের মনে আছে? বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ অভিনেত্রী অদিতি ঘোষ। নেগেটিভ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা অর্জন করেছিলেন এই অভিনেত্রী। এই মুহূর্তে যদিও দর্শক অদিতিকে ‘রোশনাই’ ধারাবাহিকে আরণ্যকের বোন ‘মিষ্টু’ বলেই বেশি চেনে।

শুধু ধারাবাহিকেই নয়, ওয়েবের দুনিয়াতেও পা রেখেছেন অভিনেত্রী। এতদিন পার্শ্ব চরিত্রে অভিনয় করেও মুখ্য চরিত্রের সমানই জনপ্রিয়তা পেয়েছেন। তবে এবার পর্দায় মুখ্য ভূমিকায় নতুন যাত্রা শুরু করতে চলেছেন অদিতি। সম্প্রতি ‘টলি টেলস ডট কম’ কে দেওয়া দেওয়া এক সাক্ষাৎকারে অদিতি জানান, আসন্ন একটি ওয়েব সিরিজে তিনি প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করছেন। ওয়েব সিরিজটির নাম ‘পাশে আছি’। পাঁচটি পর্ব নিয়ে হবে এই সিরিজটি।

অদিতির বিপরীতে নায়ক হচ্ছেন টলিপাড়ার নতুন মুখ দেব মুখার্জি। ওয়েব সিরিজটির পরিচালনায় রয়েছেন অর্পণ বসাক। এছাড়াও থাকছেন ফুলকি ধারাবাহিকের দেবমাল্য গুপ্ত, পরিণীতা খ্যাত ‘সুব্রত গুহ রায়’। রহস্য রোমাঞ্চে ভরা এই সিরিজের পাঁচটি পর্বের মধ্যে তিনটি পর্বের শুটিং ইতিমধ্যেই হয়ে গেছে। বাকি পর্বের শুটিং মে মাসেই হবে বলে জানিয়েছেন অদিতি।

আসন্ন সিরিজে অভিনেত্রীর অভিনয় কতটা নজর কাড়বে সেটাই দেখার পালা।