যারা বাংলা সিরিয়ালের ভক্ত তারা হয়তো অভিনেত্রী অদিতি ঘোষকে ভালোভাবেই চেনেন। দর্শকমহলে তিনি পরিচিতি পেয়েছিলেন ‘বৌমা একঘর’ ধারাবাহিকের ভিলেন রিয়া হিসাবে। এর আগে একাধিক ধারাবাহিকে কাজ করলেও দর্শকমহলে জনপ্রিয়তা এনে দেয় ‘বৌমা একঘর’।
এরপর অদিতিকে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যায়। বর্তমানে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে। তবে এবার সিরিয়াল ছেড়ে নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন অভিনেত্রী। ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও এবার পর্দায় নায়িকা হয়ে ফিরছেন অদিতি।
ছোটপর্দার পর এবার তাকে দেখা যাবে ওয়েব সিরিজে। সূত্রের খবর, অর্পণ বসাক পরিচালিত একটি আসন্ন ওয়েব সিরিজে প্রধান চরিত্রে দেখা যাবে অদিতিকে। নায়িকা হিসাবে অদিতি দর্শকের কতটা মন জয় করতে পারে সেটাই দেখার পালা।