ছোটপর্দার শাশুড়িদের হারিয়ে প্রিয় শাশুড়ির পুরস্কার ছিনিয়ে নিল শ্যামলীর ‘শাশুড়ি মা’ অদিতি চ‍্যাটার্জি

 অদিতি চ‍্যাটার্জি

জি-বাংলার পর অনুষ্ঠিত হল স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে আসর বসেছিল। উপস্থিত ছিল স্টার জলসার সব কলাকুশলীরা। যোগ্যদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রাপ্য সম্মান।

কে হবে সেরা নায়ক-নায়িকা, কে হবে সেরা বৌমা তো আবার কে হবে সেরা শাশুড়ি, কে হবে সেরা পরিবার। প্রত্যেক বছর তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ধারাবাহিকের কলাকুশলী থেকে সিরিয়াল প্রেমীরা।

এবছর জলসার সকল শাশুড়িকে হারিয়ে সেরা শাশুড়ি অ্যাওয়ার্ড ছিনিয়ে নিল ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্যামলী শাশুড়ি অদিতি চ‍্যাটার্জি। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের জন্যই তিনি এই পুরস্কার জিতেছেন।