সাত বছরে পা রাখল আদিদেব! ধুমধাম করে ছেলের জন্মদিন পালন করলেন মা সুদীপা

সুদীপা চট্টোপাধ্যায়

দেখতে দেখতে সাত বছরে পা দিল অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের পুত্র আদিদেব চট্টোপাধ্যায়। ১২ নভেম্বর, বুধবার ছিল আদি দেবের জন্মদিন। প্রতি বছর বিশেষ এই দিনটিকে একেবারে অন্য ভাবে সেলিব্রেট করেন সুদীপা।

তবে এই বছর ছেলের জন্মদিন উপলক্ষে একটি বড় পার্টির ব্যবস্থা করেছিলেন সুদীপার পরিবার। সেই পার্টির মিষ্টি মুহূর্ত ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এদিন পার্টিতে লাল টুকটুকে গেঞ্জি পরে কেক কাটে আদিদেব।

আদিদেবের জন্মদিনে উপস্থিত ছিল রাজ ও শুভশ্রী দুই সন্তান ইয়ালিনি ও ইউভান। ইউভান-ইয়ালিনি আর বন্ধুদের নিয়ে জন্মদিনের কেক কাটল আদিদেব। এদিন ইয়ালিনিকে কেক খায়িয়ে দিল আদিদেব, সেই মুহুর্তের ছবিও বেশ ভাইরাল নেটদুনিয়ায়।

জন্মদিনের দুপরেও ছিল বিশেষ আয়োজন। ঠাকুমার হাতের মটন চপ, পায়েসে জমে উঠেছিল আদির জন্মদিনের দুপুরের মেনু। ছেলের পছন্দের খাবার দিয়েই সুদীপা সাজিয়েছেন রাতের খাবারের মেনুও। আদিদেবের জন্মদিনের মিষ্টি মুহূর্তের ভিডিয়ো সামনে আসতেই খুশি নেট দুনিয়ার বাসিন্দারা।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)