অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ। তিতলি ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন মধুপ্রিয়া। নায়িকা হিসাবেই তার প্রথম অভিনয় শুরু। তিতলি চরিত্রে অভিনয় করে ভালো জনপ্রিয়তা অর্জন পেয়েছিলেন।
তোমাদের রানী ধারাবাহিকে দেবযানী চরিত্রে ভালো জনপ্রিয়তা পেয়েছিলেন মধুপ্রিয়া। তোমাদের রানী ধারাবাহিকের পর তাকে স্টার জলসার ‘দুই শালিক’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়।
তবে এবার স্টার জলসার আরও একটি নতুন ধারাবাহিকে অভিনয় করবেন অভিনেত্রী। ডোনা চরিত্রে এবার স্টার জলসার অন্যতম ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এ এন্ট্রি নিতে চলেছেন। ঋদ্ধির হবু স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাকে।