অভিনেতা অধিরাজ গাঙ্গুলী বাংলা টেলিভিশন পর্দায় অতি পরিচিত মুখ। তাঁকে শেষ দেখা গিয়েছে আকাশ আট চ্যানেলে ‘যুগনায়ক স্বামী বিবেকানন্দ’র চরিত্রে। জি-বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে দ্বিতীয় পার্শ্বচরিত্রে। তবে একসময় পর্দায় নায়ক হয়েই জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা।
‘সৌদামিনীর সংসার’ ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। অভিনেত্রী সুস্মিলি আচার্যের বিপরীতে তার জুটি পর্দায় হিট হয়। সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজে কাজ করেছেন।
তবে এবার বড়পর্দার নায়ক হতে চলেছে অভিনেতা অধিরাজ গাঙ্গুলী। ছবির নাম ‘সেকেন্ড উইশ’। ছবির পরিচালনায় রয়েছেন প্রদীপ বিশ্বাস। এই প্রথম বড়পর্দায় নায়ক হচ্ছে অধিরাজ।
অধিরাজের বিপরীতে দেখা যাবে অর্ণা ধরকে। ছবির গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, দারিদ্রতা কতটা কঠিন সেটাই উঠে আসবে এই গল্পে। পরিস্থিতির শিকার হয়ে ভালোবাসার উপর বিশ্বাস হারাবে নায়ক-নায়িকা। বাধা পেরিয়ে কীভাবে সুখ খুঁজে পায় সেটা নিয়ে ছবির মূল গল্প।