শুটিং চলাকালীন বিপদ, তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হল রণিতাকে, আপাতত বন্ধ ‘ও মোর দরদিয়া’র শুটিং

অভিনেত্রী রণিতা দাস

এই মুহূর্তে স্টার জলসার ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী রণিতা দাস। ইষ্টিকুটুম ধারাবাহিকের বহু বছর পর বাংলা ধারাবাহিকে ফিরেছেন রণিতা। তবে আচমকাই অভিনেত্রীর জীবনে নেমে এলো বিপদ।

শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। বমি, মাথার যন্ত্রণা এসব লক্ষণ ছিল। দেরি না করে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়  রণিতাকে। কেমন আছেন এখন অভিনেত্রী?

বন্ধু সৌপ্তিক চক্রবর্তী জানান, ”রণিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা গাইনোকোলজিকাল সমস‍্যা রয়েছে ওঁর। সেই কারণেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’‍’

জানা যাচ্ছে, বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে অভিনেত্রীকে। এই মুহূর্তে তার অভিনীত ধারাবাহিক টিআরপি তালিকায় ভালো ফলাফল করেছে অর্থাৎ তাঁকে বাদ দিয়ে শুটিং করার অসম্ভব। তাই আপাতত শুটিং বন্ধ রয়েছে ধারাবাহিকের। কবে আবার তিনি কাজে ফিরতে পারবেন তা এখনো জানা সম্ভব হয়নি।