জুন আন্টি অর্থাৎ অভিনেত্রী ঊষসী চক্রবর্তী বরাবরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন। শুধু ঊষসী নয় অভিনয় জগতের অনেকেই আজকাল কটাক্ষের শিকার হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তবে বাবার মৃত্যুবার্ষিকীতেও রেহাই মিলবে না তা হয়তো ভাবতে পারেননি ঊষসী।
অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর বাবা সিপিএম শীর্ষনেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল চক্রবর্তী। গত বছর করোনা আক্রান্ত হয়ে ৬ আগস্ট প্রয়াত হয়েছিলেন অভিনেত্রীর বাবা। এবছর বাবার মৃত্যুবার্ষিকীতে বাবার স্মরণে একটি ভিডিও বানিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এমন একটি দিনেও তার হেটার্সরা পিছু ছাড়েন নি।
বাবার মৃত্যুবার্ষিকীতেও ভিডিও নিয়ে তাকে কুরুচিকর মন্তব্যের শিকার হতে হয়েছে। এদিন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী বাবার ফটো ফ্রেমের সামনে বসে বাবার স্মরণে গান করেন। তার পরনে ছিল ফুল প্যান্ট এবং টিশার্ট। আর এই পোশাক নিয়েই তাকে কটাক্ষের মুখে পড়তে হয়। তার ভিডিওতে একজন কমেন্ট করে জানায়, “‘কমরেড শ্যামল চক্রবর্তীকে লাল সেলাম। বাবার প্রতি জনগণের যে শ্রদ্ধা, সেই কথা মনে রেখে দয়া করে ছোটো বা হট প্যান্ট পড়ে ফেসবুকে ফটো আপলোড করে পাবলিক করবেন না”।
যদিও পোশাক নিয়ে এই কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী বলেন, “আমার বাবা মেয়েদের জামাকাপড় নিয়ে কোনও দিন কিছু মন্তব্য করেননি। আপনার বোকা পুরুষতান্ত্রিক মন্তব্য করা বন্ধ করুন। আমি যেটায় স্বচ্ছন্দ্য বোধ করি, সেটাই পরব”।