ছোটবেলার স্বপ্ন পূরণ হল অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ের। বন্ধুদের সঙ্গে যৌথ উদ্যোগে একটি ক্যাফে চালু করলেন অভিনেত্রী। পাশে ছিলেন স্বামী অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়।
ত্বরিতা এই ক্যাফে যেতে চাইলে আপনাকে যেতে হবে দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নেতাজী সুইটসের পাশে। ক্যাফের নাম পকেট ফ্রেন্ডলি অটোওয়ালা’।
ত্বরিতার ইচ্ছে ছিল এমন ক্যাফে খুলবে যা হবে পকেট ফ্রেন্ডলি ক্যাফে। তিনি জানায়, “কলেজ জীবনে কিছু খেতে গেলে, কোথাও আড্ডা দিতে গেলে প্রচুর টাকা দিতে হত। প্রচুর খরচ হত। পকেট মানির থেকে দিতে পারতাম না। সে জন্যই এত কম খরচে খাওয়ার ব্যবস্থা”।
View this post on Instagram
ক্যাফেটি সজ্জিত হয়েছে সাইকেলের উপর টেবিল, টায়ার দিয়ে। ক্যাফের লোগো ডিজাইন করেছেন ত্বরিতার স্বামী সৌরভ। অভিনেত্রী আরও জানায়, “শুটিংয়ের সময় এখন আটটা পর্যন্ত। তারপর গিয়ে সময় দিতে পারছি। খেতে খুব ভালবাসি। আমি ডায়েটিশিয়ানও। সে জন্য খাবার বিষয়টা ছোট থেকেই ভাবি। রান্না করতেও ভালবাসি। আমার ক্যাফেতে অমলেটের অনেক ভেরিয়েশন আছে। এটা স্পেশ্যালিটি।”
সকাল ১০টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকছে এই ক্যাফে। অনেক কম দামে সুস্বাদু খাবার পাওয়া যাচ্ছে। অভিনেত্রীর কথায়, “আমি যে টাকায় যে কোয়ালিটির খাবার দেব, সেটা কেউ দিতে পারবে না। এই কয়েক দিনেই বিল দেখে সকলে অবাক হয়ে যাচ্ছেন। সেটাই পাওনা”।
ক্যাফে উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির কাছের কিছু বন্ধু। এমনকি মদন মিত্রও সেই দিন হাজির ছিলেন। হাজির ছিলেন ত্বরিতা চট্টোপাধ্যায়ের প্রিয় বান্ধবী সন্দীপ্তা সেনও।
View this post on Instagram
সূত্রঃ tv9bangla . com/entertainment/television/actress-twarita-chatterjee-opens-a-cafe-457726.html