অভিনেত্রী টুম্পা ঘোষ, নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শকের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন। যদিও আজকাল সেভাবে বাংলা ধারাবাহিকে তার দেখা মেলে না।
একসময় বিধির বিধান, রাগে অনুরাগে, রাঙিয়ে দিয়ে যাও, নিশির ডাক, ত্রিশূল এর মতো একাধিক হিট ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন। তাকে পর্দায় দেখার অপেক্ষায় থাকেন দর্শকেরা। মাঝে কিছু সময়ের জন্য গীতা এলএলবি ধারাবাহিকে দেখা গিয়েছিল। এরপর আর কোনও মেগায় কাজ করেননি টুম্পা।
তবে অবশেষে ভক্তদের সুখবর জানালেন। ফের আবারও কাজে ফিরলেন বিরতি কাটিয়ে। নিজেই সেই সুখবর জানালেন। স্টার জলসার জনপ্রিয় মেগা ‘শুভ বিবাহ’তে দেখা মিলবে তার। ধারাবাহিকে তার চরিত্রের নাম ‘চুমকি’।
সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে টুম্পা লেখেন, “তোমাদের সবাকে খুব মিস করেছি। তাই আজ থেকে আবার দেখা হচ্ছে আমার শুভ বিবাহতে। কেউ দেখতে ভুলো না।”
View this post on Instagram

