স্টার জলসার মেগা সিরিয়ালে এন্ট্রি নিলেন অভিনেত্রী টুম্পা ঘোষ

অভিনেত্রী টুম্পা ঘোষ

বিধির বিধান, রাগে অনুরাগে, রাঙিয়ে দিয়ে যাও, নিশির ডাক, ত্রিশূল এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী টুম্পা ঘোষ। একসময় জি-বাংলার জনপ্রিয় নায়িকা হিসাবে কাজ করেছেন।

তবে ইন্ডাস্ট্রিতে একাধিক কাজ করলেও সেভাবে নিজেকে ধরে রাখতে পারেননি। প্রধান সারির চ্যানেল থেকে প্রায় হারিয়েই গিয়েছিলেন তিনি। বহু বছর পর আবার প্রধান সারির চ্যানেলে ফিরছেন টুম্পা।

স্টার জলসা ধারাবাহিকে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে তাকে দেখা যাবে। নিজেও সেই সুখবর জানিয়েছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে এক অন্ধ মেয়ের ভূমিকায় দেখা যাবে টুম্পাকে। তৃতীয় ব্যক্তি হিসাবে গল্পে এন্ট্রি হচ্ছে তার। নায়িকা থেকে তাকে পার্শ্ব চরিত্রে দেখে অনেকেই হতাশ হয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Tumpa Ghosh (@tumpa686)