ক্যামেরার পিছনে সহ পরিচালকের ভুমিকায় প্রথম যাত্রা শুরু হয়, এরপর একে একে ছোটপর্দা থেকে ওটিটি, বড়পর্দাতেও নজর কেড়েছেন অভিনেত্রী তৃণা সাহা। তবে জলসার ঘরের মেয়ে আবারও ফিরছে জলসা পরিবারে।
অবশেষে জল্পনায় সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি সামনে এসেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমো। আর সেখানেই জলসা পরিবারের বাকি জুটিদের পাশাপাশি দেখা মিলল ‘খড়কুটো’ খ্যাত গুনগুন ওরফে তৃণা সাহার।
ইদানিং নীলের সঙ্গে সংসারের পাশাপাশি নিজের ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তবে এবার নতুন উদ্যমে ছোটপর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী। প্রোমোতে দেখা গেল নায়কের সঙ্গে বাইকে চেপে এন্ট্রি নিলেন তৃণা। হাতে বাজারের ব্যাগ আর আস্ত একটা মাছ! এদিনের অভিনেত্রীর লুক দেখে অনেকেই মনে করছেন আসন্ন ধারাবাহিকের লুকেই পাওয়া গেছে অভিনেত্রীকে। আগামী ১৬ই মার্চ টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে এই অ্যাওয়ার্ড শো।
View this post on Instagram