তোর্সা অতীত! পর্দায় এবার জাঁদরেল ভিলেন হয়ে ফিরছেন অভিনেত্রী তন্বী লাহা রায়

অভিনেত্রী তন্বী লাহা রায়

বহুদিন ধরে তিনি ছোটপর্দায় নেই। তার অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা। আশাকরি, বুঝতেই পারছেন এখানে কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, অভিনেত্রী তন্বী লাহা রায়ের। যাকে আপনারা শেষবারের মতো মিঠাই ধারাবাহিকে দেখেছিলেন।

তন্বী বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। মাঝে ওয়েব সিরিজে অভিনয়ও করেছেন। তবে এবার ছোটপর্দার ভিলেন হয়ে ফিরছেন তন্বী।

জি-বাংলার নতুন আসন্ন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ ফিরছেন অভিনেত্রী। যার নামভূমিকায় রয়েছেন অভিনেতা জিতু কামাল এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। আর এই ধারাবাহিকেই নায়ক-নায়িকার মধ্যে ভিলেন গিরি করবে তন্বী। তাকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত সকলে।